ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

চট্টগ্রামে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৬, ১২ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি চলন্ত মাইক্রোবাসে আগুন লেগে চালকসহ মাইক্রোবাসের তিনজন আরোহী আগুনে পুড়ে মারা গেছেন।

মঙ্গলবার সকালে একটি কাভার্ড ভ্যানের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি ধাক্কা দিলে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়।

নিহতরা হলেন- আব্দুর রহমান (৬০), বিবি কুলছুম (৫৫) ও মাইক্রোবাসের চালক (অজ্ঞাত)। তারা বিদেশ ফেরত স্বজনকে বিমানবন্দর থেকে আনতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

 


আহতরা হলেন- আবুল কালাম, মো. রাশেদ, মো. মালেক, মো. হাসান। হতাহতদের বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার হাসনাবাদ ইউনিয়নের কমলপুর গ্রামে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের সহকারী পরিচালক জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিরসরাই উপজেলার নিজামপুর কলেজের সামনে যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রাম অভিমুখী কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে আটকে যায়। এক পর্যায়ে মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ভেতরের অগ্নিদগ্ধদের উদ্ধার করেন। আগুন লাগার সময় মাইক্রোবাসটিতে দুই কিশোরসহ মোট পাঁচজন আরোহী ছিলেন। আগুন লাগার পূর্ব মুহূর্তে রাসেল ও রণি নামের দুই কিশোর মাইক্রোবাস থেকে লাফ দিয়ে প্রাণে রক্ষা পান। তবে চালকসহ অপর তিন আরোহী বাসে আগুনে পুড়ে মর্মান্তিকভাবে মারা যান।




রাইজিংবিডি/চট্টগ্রাম/১২ ফেব্রুয়ারি ২০১৯/রেজাউল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়