ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

রাষ্ট্রবিরোধী গুজব ছড়ানোর অভিযোগে সিলেটে যুবক আটক

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৪, ১২ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাষ্ট্রবিরোধী গুজব ছড়ানোর অভিযোগে সিলেটে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাষ্ট্রবিরোধী গুজব ছড়ানোর অভিযোগে মাসুম আহমদ (৩৭) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন মন্ত্রীদের নিয়ে কটুক্তি ও তাদের ছবি বিকৃতির অভিযোগও রয়েছে।

সোমবার দিবাগত রাতে দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাসুম দক্ষিণ সুরমার শেখেরগাঁওয়ের আবদুল মুহিতের ছেলে।

র‌্যাব-০৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,  ফেসবুকে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীসহ সরকারের বিভিন্ন মন্ত্রী ও সংসদ সদস্যের কটুক্তি করে বিকৃত ছবি পোস্ট করতেন মাসুম। একই সাথে রাষ্ট্রবিরোধী গুজবও ছড়িয়ে আসছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব তাকে আটক করে।

মাসুমকে মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।  তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।



রাইজিংবিডি/ সিলেট/ ১২ ফেব্রুয়ারি ২০১৯/ আব্দুল্লাহ আল নোমান/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়