ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চট্টগ্রামে অগ্নিকাণ্ডের নেপথ্যের ঘটনা খতিয়ে দেখার নির্দেশ

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ১৮ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে অগ্নিকাণ্ডের নেপথ্যের ঘটনা খতিয়ে দেখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর চাক্তাইয়ের ভেড়া মার্কেট সংলগ্ন বস্তিতে অগ্নিকাণ্ড এবং এতে নয় জনের মৃত্যুর ঘটনার নেপথ্যের ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সোমবার অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে উপমন্ত্রী এই নির্দেশ প্রদান করেন।

শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘‘আদালতের নির্দেশনা অনুযায়ী এই এলাকায় উচ্ছেদ অভিযান চলছিল। উচ্ছেদের তালিকায় থাকায় বস্তিতে বসবাসকারীদের আগেই চলে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া ছিল। কিন্তু বস্তির দখলদাররা বসবাসকারীদের বাধ্যতামূলক আটকে রেখে উচ্ছেদ ঠেকানোর কৌশল নিয়েছিল বলে আমরা অভিযোগ পেয়েছি।’’

এসব ঘটনা খতিয়ে দেখে দায়ীদের ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করার কথা জানান শিক্ষা উপমন্ত্রী। মন্ত্রী বলেন, ‘‘কেউ যদি এখানকার অসহায় মানুষদের কোনো পরিকল্পনার অংশ হিসেবে ব্যবহার করেন, তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেবো।’’

শিক্ষা উপমন্ত্রী আরো বলেন, ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বলেছেন- সরকারের যে কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে সাধারণ, অসহায় মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। আদালতের নির্দেশে ন্যায্যভাবে নদীর তীর থেকে উচ্ছেদ শুরু হয়েছে। এর প্রেক্ষিতে কোনো ঘটনা ঘটেছে কি-না, সেটা খতিয়ে দেখতে হবে অবশ্যই।’’

ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে উল্লেখ করে ব্যারিস্টার নওফেল বলেন, যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের তালিকা করে পুনর্বাসন এবং ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে।

গত রোববার ভোর রাতে চাক্তাইয়ের ভেড়া মার্কেট সংলগ্ন বস্তিতে আগুনে দুই শতাধিক বস্তিঘর পুড়ে যায়। এই আগুনে দগ্ধ হয়ে নয় জনের মর্মান্তিক মৃত্যু ঘটে।



রাইজিংবিডি/চট্টগ্রাম/১৮ ফেব্রুয়ারি ২০১৯/রেজাউল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়