ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

রাজধানীতে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৫, ১৯ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীতে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে রান্না ঘরে বিস্ফোরণের পর সৃষ্ট আগুনে দগ্ধ মো. মুক্তার হোসেন নামে একজন মারা গেছেন।

শনিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায়  তার মৃত্যু হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এই তথ্য জানান।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার পশ্চিম আগারগাঁওয়ের বিএনপি বাজারের ২ নম্বর রোডের একটি বাসার রান্নাঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে। গ্যাস লাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হয়। এতে মুক্তার হোসেন (৩৮) ও তাঁর স্ত্রী সালমা (২৮) মারাত্মক দগ্ধ হন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।



রাইজিংবিডি/ঢাকা/১৯ মে ২০১৯/মাকসুদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়