ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পদ্মায় ডুবে শিক্ষার্থীর মৃত্যু

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ১৯ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পদ্মায় ডুবে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর পদ্মা নদীতে ডুবে সাজিদ (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে পাঠানপাড়া মুক্তমঞ্চের সামনে পদ্মায় গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজিদ পুঠিয়া উপজেলার ধোপাপাড়া এলাকার কায়েস উদ্দিন সাগরের ছেলে। সাজিদ এ বছর এসএসসি পরীক্ষায় পাস করেছে। এইচএসসিতে ভর্তি হওয়ার জন্য নগরীর মালোপাড়া এলাকার একটি মেসে থাকতো।

দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে যায় সাজিদ। কিন্তু  সাঁতার না জানায় এক পর্যায়ে গভীর পানিতে তলিয়ে যায়। তাকে অনেক খোঁজাখুজি করে না পেয়ে তার বন্ধুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরে খবর দেয়।

পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের ডুবুরি নুরুন্নবীর নেতৃত্বে স্থানীয় জেলেদের সহযোগিতায় সাজিদকে উদ্ধার করা হয়। এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।



রাইজিংবিডি/রাজশাহী/১৯ মে ২০১৯/তানজিমুল হক/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়