ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মুকসুদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ১২ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুকসুদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

বুধবার সকালে মুকসুদপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল পাশা জানিয়েছেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের মেম্বার দেলোয়ার হোসেন ও পলাশ মুন্সির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঈদের পরদিন এলাকায় ভাতা প্রদান নিয়ে মেম্বার দেলোয়ার ও পলাশ মুন্সীর মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এর জের ধরে বুধবার সকালে ইউনিয়ন পরিষদের সামনে দুই পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। প্রায় ঘণ্টাব্যাপী ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মারাত্মক আহত পলাশ মুন্সি (৪৫), শাওন শেখ (৩০), তরিকুল মোল্লা (৩৫), মো. নিশান শেখ (৪০) ও শিপুল মুন্সিকে (২৬) গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।



রাইজিংবিডি/গোপালগঞ্জ/১২ জুন ২০১৯/বাদল সাহা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়