ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

১৭ দিনের জীবন-যুদ্ধে হেরে গেলেন রবিউল

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৫, ১৬ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৭ দিনের জীবন-যুদ্ধে হেরে গেলেন রবিউল

নিজস্ব প্রতিবেদক, রংপুর : ঢাকাগামী কোচের চাপায় আহত হয়ে পুলিশের কনস্টেবল মো. রবিউল আলম ১৭ দিন জীবনের সঙ্গে যুদ্ধ করে রোববার সকালে মারা গেছেন।

রবিউল আলম কুড়িগ্রামের ফুলবাড়ী থানার ধর্মপুর গ্রামে আফাজ উদ্দিনের ছেলে এবং রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ মে দায়িত্বপালন শেষ করে অফিস হতে মোটরসাইকেল যোগে ব্যারাকের উদ্দেশে রওনা হয় রবিউল।   নগরীর আরকে রোডের ধাপ চেকপোস্ট এলাকায় ঢাকাগামী অজ্ঞাতনামা পরিবহন মোটরসাইকেলকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পিছনে বসা কনস্টেবল রবিউল আলম গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আব্দুল আলিম মাহমুদ বলেন,  কনস্টেবল রবিউল আলম দায়িত্বশীল ও সাহসী পুলিশ ছিল। কর্মজীবনে তিনি নীলফামারী এবং সর্বশেষ রংপুর মেট্রোপলিটন পুলিশে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।



রাইজিংবিডি/রংপুর/১৬ জুন ২০১৯/নজরুল মৃধা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়