ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কুমিল্লায় ভুয়া ম্যাজিস্ট্রেটকে কারাদণ্ড

জাহাঙ্গীর আলম ইমরুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫০, ২০ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুমিল্লায় ভুয়া ম্যাজিস্ট্রেটকে কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার লালমাইয়ের ভুশ্চি বাজার থেকে মোতালেব হোসেন ভুঁইয়া নামে এক ভুয়া ম্যাজিস্ট্রেট ও কথিত সাংবাদিককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করে এলাকাবাসী। পরে উপজেলা প্রশাসনকে খবর দিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম ইয়াসির আরাফাত  আটককৃত ভুয়া ম্যাজিষ্ট্রেট ও সাংবাদিক পরিচয়ধারীকে জিজ্ঞাসাবাদ করেন। অভিযোগ প্রমাণিত হলে তাকে তিন মাসের কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত।

এর আগে গত ১৩ এপ্রিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বারের খাদঘর এলাকা থেকে মো. আব্দুল্লাহ আল মানসুর ও মোতালেব হোসেনকে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক করে স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালত দুজনকে সাজা দিয়েছিল।


রাইজিংবিডি/কুমিল্লা/২০ জুন ২০১৯/ইমরুল/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়