ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ময়মনসিংহে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

শেখ মহিউদ্দিন আহাম্মদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ৮ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ময়মনসিংহে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : জমির ধানকাটা নিয়ে বিরোধে ময়মনসিংহের গৌরিপুর উপজেলায় এক ব্যক্তিকে হত্যার দায়ে পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার বিকেলে ময়মনসিংহ অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- একই এলাকার খোরশেদের ছেলে কালা চান (৫৫), মৃত আব্দুল  সামাদের তিন ছেলে রুহুল আমীন (৫৭), নূরুল হক (৫৫), মনজুরুল হক (৫২) ও নাসির উদ্দিনের ছেলে নবী হোসেন (৫৫)।

মামলার বিবরণে প্রকাশ, ২০০২ সালে ১৭ নভেম্বর গৌরিপুর উপজেলার সিধলা ইউনিয়নের টেংগুরিপাড়া গ্রামে জমির ধান কাটা কেন্দ্র করে মৃত আব্দুল ছাত্তারের ছেলে আলাউদ্দিনকে লাঠি দিয়ে আঘাত করে আসামিরা। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। ঘটনার দুই দিন পর গৌরিপুর থানায় নিহতের বড় ভাই নূরুল আমীন মামলা করলে পুলিশ ঘটনা তদন্ত করে নয়জনকে আসামি করে আদালতে চার্জশিট দেয়।

বিচার প্রক্রিয়া ও শুনানি শেষে পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। বাকিদের বিরুদ্ধে তথ্য-উপাত্ত প্রমাণিত না হওয়ায় মামলা থেকে অব্যাহতি দেন আদালত।


রাইজিংবিডি/ময়মনসিংহ/৮ জুলাই ২০১৯/শেখ মহিউদ্দিন আহাম্মদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়