ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ডাকাতসহ ডাকাতির মালামাল উদ্ধার

বিএম ফারুক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৭, ১১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডাকাতসহ ডাকাতির মালামাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর :  জেলার ঝিকরগাছার তিন গ্রামের চার বাড়িতে ডাকাতির ঘটনায় চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ডাকাতির মালামালও উদ্ধার  করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় যশোর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মঈনুল হক।  

গ্রেপ্তার ডাকাতরা হলেন- ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার মানিকদি গ্রামের গোপাল মন্ডলের ছেলে লাল্টু, নাটোর জেলার সদর থানার কেশনচক বোদনা গ্রামের বালাই মন্ডলের ছেলে আবু বক্কার, যশোর সদরের ভাতুড়িয়া গ্রামের হাসেম বাঙ্গালের ছেলে মহসিন ও কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামের মসলেম সর্দারের ছেলে শাহিন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মঈনুল হক জানান, ৯ জুলাই রাতে ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের রাজাপুর, চাঁপাতলা ও বর্ণী গ্রামের চারটি বাড়িতে ডাকাতি হয়। ৬/৭ জনের সশস্ত্র ডাকাত দল অস্ত্রের মুখে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল, টর্চ লাইট ও শাড়ি-কাপড় ডাকাতি করে। খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে ওই চার ডাকাতকে আটক করে। পরে তাদের কাছ থেকে ডাকাতির ১৯ হাজার ৩৯০ টাকা, একটি মোবাইল, এক জোড়া হাতের বালা এবং ডাকাতদের ব্যবহৃত তিনটি মোবাইল ও দা জব্দ করে। এ ঘটনায় ঝিকরগাছা থানায় একটি মামলা হয়েছে।

 

রাইজিংবিডি/যশোর/১১ জুলাই, ২০১৯/বি এম ফারুক/লাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়