ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ত্রাণের ঢেউটিন আত্মসাৎকালে আটক

সাকিরুল কবির লিটন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ১১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ত্রাণের ঢেউটিন আত্মসাৎকালে আটক

যশোর প্রতিনিধি : আত্মসাতের উদ্দেশে ত্রাণের বিপুলসংখ্যক ঢেউটিন গুদাম থেকে অন্যত্র সরানোর সময় ধরা পড়েছে। পুলিশ তা আটক করার পর যশোর সদর উপজেলা প্রশাসন জিম্মায় নিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর সদর উপজেলা ত্রাণ অফিসের গুদাম থেকে বৃহস্পতিবার অফিস সহকারী আবু ফাত্তাহ খান ত্রাণের ১০৬ শিট টিন নিয়ে বাঘারপাড়ার দশ পাখিয়ায় যাচ্ছিলেন। যশোর-নড়াইল সড়কের দাইতলায় কয়েকজন এলাকাবাসির সন্দেহ হওয়ায় তারা এই টিন আটকে দেন। চাঁনপাড়া ফাঁড়ি থেকে পুলিশ এলে পালিয়ে যান ফাত্তাহ খান। পুলিশ টিন আটক করে ফাঁড়িতে নিয়ে যায়। পুলিশ জানায়, এই টিনের দাম প্রায় লাখ টাকা।

বেলা সাড়ে ৩ টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইব্রাহিম হোসেন এই ঢেউটিন প্রশাসনের জিম্মায় নিয়ে যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইব্রাহিম হোসেন বলেন, ‘উপজেলা ত্রাণ অফিস থেকে পাঁচ বান টিন বের করার অনুমতি দেয়া হয়েছিল। ওই টিনের সাথে এই টিন বের হয়েছে বলে মনে হচ্ছে। এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে।’


রাইজিংবিডি/ঢাকা/১১ জুলাই ২০১৯/সাকিরুল কবির লিটন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়