ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

এরশাদ আর নেই

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৮, ১৪ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এরশাদ আর নেই

জ্যেষ্ঠ প্রতিবেদক : প্রাক্তন রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আর নেই।

রোববার সকাল ৭টা ৪৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। আইএসপিআর এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এরশাদ মাইডোলিসপ্লাস্টিক সিনড্রোমে আক্রান্ত ছিলেন, রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতায়ও ভুগছিলেন। সেই সঙ্গে তার ফুসফুসে দেখা দিয়েছিল সংক্রমণ, কিডনিও কাজ করছিল না। ৪ জুলাই থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

এদিকে জাপার প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন বলেছেন, ‘এরশাদের পরিবার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে।’

শনিবার ভাইয়ের শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের বলেছিলেন, ‘এরশাদের কোনো অঙ্গ আর স্বাভাবিকভাবে কাজ করছে না। প্রতিদিন ডাকলে চোখ মেলে তাকানোর চেষ্টা করেন। কিন্তু আজ তা করেননি।’

মৃত্যুর আগ পর্যন্ত তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান ছিলেন। তিনিই ছিলেন এই দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। একাদশ সংসদ নির্বাচনে রংপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সর্বশেষ মৃত্যুর আগ পর্যন্ত সংসদে বিরোধী দলের নেতা ছিলেন প্রাক্তন এ রাষ্ট্রপতি।

তিনি স্ত্রী রওশন এরশাদ, দুই ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ ও এরিক এরশাদসহ অনেক আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ জুলাই ২০১৯/নঈমুদ্দীন/সাওন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়