ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পুলিশের এসআই কারাগারে

বিলাস দাস || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৯, ১৬ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুলিশের এসআই কারাগারে

পটুয়াখালী সংবাদদাতা : চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের মামলায় পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে অভিযুক্ত এসআই মো. শামীম আকন জামিনের আবেদন করেন। বিচারক আমিরুল ইসলাম জামিনের আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শামীম আকন রাজধানীর মোহাম্মদপুর থানায় কর্মরত। মামলার অপর আসামি শামীম আকনের ছোট ভাই পুলিশ কনস্টেবল আল-আমিন আকন বরগুনা থানায় কর্মরত। তারা পটুয়াখালী সদর উপজেলার জামুরা তেলিখালী গ্রামের মৃত ইউছুব আকনের ছেলে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রুহুল আমিন রেজা জানান, শামীম আকন ও আল-আমিন পুলিশে চাকরি দেওয়ার কথা বলে মামলার বাদী  মিলন ডাকুয়ার কাছ থেকে বিভিন্ন মাধ্যমে ১৩ লাখ ৬৯ হাজার টাকা নেন। চাকরি দিতে ব্যর্থ হলে বাদী টাকা ফেরত চান। আসামিরা তখন টালবাহানা করে সময়ক্ষেপণ করেন। পরে মিলন ডাকুয়া অভিযোগ জানালে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। পিবিআইর পুলিশ পরিদর্শক মতিনুর রহমান ৬ জুলাই অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। আদালত ১৫ জুলাই দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।


রাইজিংবিডি/পটুয়াখালী/১৫ জুলাই ২০১৯/বিলাস দাস/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়