ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাভারে চুরি যাওয়া শিশুটি উদ্ধার

আরিফুল ইসলাম সাব্বির || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৭, ১৭ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাভারে চুরি যাওয়া শিশুটি উদ্ধার

সাভার সংবাদদাতা: সাভারে চুরি যাওয়া শিশু মহিমাকে ২৪ ঘন্টার আগেই উদ্ধার করেছে সাভার থানা পুলিশ।

উপজেলার ভাটপাড়া এলাকা থেকে মঙ্গলবার রাত ৮ টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়।

এর আগের দিন সোমবার রাত আড়াইটার দিকে পৌর এলাকার বক্তারপুরে রানা ইসলামের নিজ বাড়ি থেকে এই শিশুটি চুরি হয়ে যাওয়ার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মেয়ে মহিমা ও তার মা মামুনা আক্তার একসঙ্গে ঘুমালেও রাত আড়াইটার দিকে মহিমার মা বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে দেখেন তার মেয়ে নেই। তার চিৎকারে সবার ঘুম ভাঙ্গলে ঘরের দরজা খোলা অবস্থায় পাওয়া যায়। পরে আশপাশে অনেক খুঁজেও আর তার মেয়ে মহিমাকে পাওয়া যায়নি। 

এব্যাপারে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন জানান, নিখোঁজর পর থেকে বিভিন্ন স্থানে খোঁজ নেওয়ার পর রাতে সাভারের ভাটপাড়া এলাকার কুলসুম নামের এক নারীর খবরের ভিত্তিতে তার বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। শিশুটি চুরির চেষ্টা করা হয়েছিল কিনা বা এর সঙ্গে কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

 

রাইজিংবিডি/সাভার/১৭ জুলাই ২০১৯/ আরিফুল ইসলাম সাব্বির/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়