ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মিন্নি ৫ দিন রিমান্ডে

রুদ্র রুহান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫২, ১৭ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিন্নি ৫ দিন রিমান্ডে

বরগুনা সংবাদদাতা : বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী ও নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বুধবার দুপুর পৌনে ৩টার দিকে তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পুলিশ তাকে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে। শুনানি শেষে আদালত তাকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার সকালে মিন্নিকে তার বাড়ি থেকে পুলিশ লাইন্সে নেয়া হয়। ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রাত ৯টায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

রিফাত শরীফ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার পরিদর্শক হুমায়ুন কবির জানিয়েছেন, মিন্নিকে পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রিফাত হত্যার পরের দিন থেকে এ মামলার এক নম্বর সাক্ষী মিন্নির বাড়িতে পুলিশি নিরাপত্তা থাকলেও আজ সকালে তা উঠিয়ে নেয়া হয়েছে। পরিবারের সদস্যরা অভিযোগ করছেন, প্রভাবশালী আসামিদের বাঁচাতে মিন্নিকে ফাঁসানো হয়েছে।

গত ২৬ জুন রিফাত শরীফকে বরগুনা সরকারি কলেজের প্রধান ফটকের সামনে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার পরের দিন নিহতের বাবা বাদী হয়ে ১২ জনকে আসামি করে মামলা করেন।

এ মামলায় এর আগে ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে ১০ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার দুই নম্বর আসামি রিফাত ফরাজীসহ চারজন বিভিন্ন মেয়াদে রিমান্ডে রয়েছে।


রাইজিংবিডি/বরগুনা/১৭ জুলাই ২০১৯/রুদ্র রুহান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়