ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

যশোর বোর্ডে খুলনা জেলা সেরা

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ১৭ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যশোর বোর্ডে খুলনা জেলা সেরা

নিজস্ব প্রতিবেদক, খুলনা : এবারও এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাসের হারে খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে শীর্ষে রয়েছে খুলনা জেলা।

এ বছর খুলনার ১০১টি কলেজ থেকে ২৪ হাজার ৭৬৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ২০ হাজার ২৩৯ জন। পাসের হার ৮৩ দশমিক ২৫ শতাংশ।

গত বছরও পাসের হারে বিভাগের সেরা ছিল খুলনা জেলা। গত বছর খুলনার ৯৯টি কলেজ থেকে ২০ হাজার ৪২৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করে ১৩ হাজার ৯৮০ জন। পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ।

বোর্ডের পক্ষ থেকে শীর্ষ তালিকা প্রকাশ না করায় সেরা কলেজ বের করা যায়নি। তবে, খুলনা সিটি কলেজই সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ পেয়েছে বলে জানা গেছে।


রাইজিংবিডি/খুলনা/১৭ জুলাই ২০১৯/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়