ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

প্রদর্শনীতে রঙ-বেরঙের পাখি

অলোক সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৬, ১৯ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রদর্শনীতে রঙ-বেরঙের পাখি

ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠি শহরে প্রথমবারের মতো পাখি প্রদর্শনী হয়েছে।

শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এর আয়োজন করা হয়।

‘কেম্বাইন্ড পেটস এন্ড বার্ডস’ বরিশালের আয়োজনে পাখি প্রদর্শনীতে দেশের সেরা দুটি পাখি প্রদর্শনী সংগঠন ‘এ্যাভিয়েন কমিউনিটি অফ বাংলাদেশ’ ও ‘বার্ডস রিগার সোসাইটি অব বাংলাদেশ’ অংশ নেয়। বিভিন্ন জেলার ও স্থানীয় ২০০ সৌখিন পাখি পালনকারী তাদের পাখি নিয়ে প্রদর্শনীতে অংশ নেয়।

 

ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুণ কর্মকারের সভাপতিত্বে প্রদর্শনীর উদ্বোধন করেন পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম আনিসুর রহমান পলাশ, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিল, স্থানীয় সমাজ সেবক মো. রাজিবুল হক প্রমুখ।

 

সকাল থেকে পাখি প্রেমিকদের পদচারণায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গন। আয়োজক মামুনুর রশীদ রনি বলেন, পাখির প্রতি ভালোবাসা ও পাখি পালনে উদ্বুদ্ধ করা লক্ষ্যে এর আয়োজন করা হয়েছে।


রাইজিংবিডি/ঝালকাঠী/১৯ জুলাই ২০১৯/অলোক সাহা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়