ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

হাসান উল রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫২, ২০ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ছেলেধরা সন্দেহে পৃথক ঘটনায় গণপিটুনিতে এক যুবক নিহত ও এক নারী আহত হয়েছে। আজ শনিবার সকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি আলআমিন নগর এলাকায় তাদের ধরে গণপিটুনি দেয় স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী স্কুলশিক্ষক সাঈদ হৃদয়ার আহমেদ জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের মিজমিজি আলআমিন নগর এলাকার আইডিয়াল ইসলামিক কিন্ডার গার্টেন স্কুলের প্লে গ্রুপের এক শিক্ষার্থীকে সকাল ৮টার দিকে ধরে নিয়ে যাচ্ছিল এক যুবক। শিশুকে নিয়ে যুবক স্কুলের সামনে দাঁড়িয়ে ছিলেন। ওই শিশু শিক্ষক সাঈদ হৃদয়ারকে দেখে স্যার স্যার বলে চিৎকার করে। বিষয়টি জানতে চাইলে ওই যুবক শিশুটিকে নিজের মেয়ে পরিচয় দেয়। কিন্তু শিশুটি জানায়, লোকটি তাকে রিকশায় উঠিয়ে নেয়ার চেষ্টা করেছেন। তখন আশপাশের লোকজন এসে যুবককে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ তিনশ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। তখন কর্তব্যরত চিকিৎসক যুবককে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে, শারমিন বেগম (৩৫) এক নারী দুপুরে সিদ্ধিগঞ্জের মিজমিজি এলাকার ইতালি প্রবাসী ইসমাইলের বাড়িতে ঢুকে পড়ে। ওই নারীর কথাবার্তা অৎসলগ্ন হওয়ায় স্থানীয়রা তাকে ছেলেধরা সন্দেহে মারধর করে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাকে উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গে এলাকাবাসীর ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

পরে পুলিশ লাঠিচার্জ করে বিল্লালের বাড়ি থেকে আহত অবস্থায় শারমিন বেগমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। শারমিন বেগম পটুয়াখালীর সদর উপজেলার মরিচবুনিয়া গ্রামের সালমান শাহর স্ত্রী বলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীন পারভেজ জানিয়েছেন।

এ ব্যাপারে শাহীন পারভেজ জানান, বিষয়টি পুলিশ তদন্ত করছে। এটি গুজব, না অন্য কারণে হয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।

 

রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/২০ জুলাই ২০১৯/হাসান উল রাকিব/লাকী/বকুল

 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়