ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

চাঁদপুর শহরে ১৫ ঘর মেঘনা গর্ভে বিলীন

জাহাঙ্গীর আলম ইমরুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০২, ৪ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চাঁদপুর শহরে ১৫ ঘর মেঘনা গর্ভে বিলীন

কুমিল্লা প্রতিনিধি : চাঁদপুরে মেঘনা নদীর তীরবর্তী শহররক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে জেলা শহরের পুরাণ বাজার হরিসভা এলাকায় ২০০  মিটার ব্লক ধসে গেছে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে ভাঙন শুরু হয়। রাতেই পানি উন্নয়ন বোর্ডের লোক ঘটনাস্থলে পৌঁছে বালি ভর্তি ৫০০ জিও টেক্সটাইল ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করে। তবে, রোববার সকাল ৮টা পর্যন্ত ওই এলাকার সেমি পাকা ও টিনের ১৫টি বসতঘর নদীগর্ভে বিলিন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে হরিসভা এলাকার চার মন্দির ও চলাচলের সড়ক।

ওই এলাকার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং হুমকির মুখে থাকা বহু বসত ঘর ভেঙে সরিয়ে নেয়া হচ্ছে।

চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায় জানান, গত বছরও একই স্থানে ভাঙন দেখা দেয়। স্থানীয় সাংসদ ও শিক্ষামন্ত্রী ডা.  দীপু মনি শহরের গুরুত্বপূর্ণ স্থান রক্ষায় বিশেষ বরাদ্দ এনে দেন। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের নিয়োজিত ঠিকাদার সঠিকভাবে কাজ করেননি। এ কারণে এবারও ভাঙন দেখা দিয়েছে।

এই ভাঙন অব্যাহত থাকলে বসতিসহ হরিসভা, কালি, স্কন ও লোকনাথ মন্দির মেঘনাগর্ভে বিলীন হয়ে যাবে।

পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান জানান, গত কয়েক বছরই একই স্থানে ভাঙন দেখা দিচ্ছে। তাৎক্ষণিক জিও টেক্সটাইল ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে।


রাইজিংবিডি/কুমিল্লা/৪ আগস্ট ২০১৯/জাহাঙ্গীর আলম ইমরুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়