ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বগুড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ নিহত ২

একে আজাদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৫, ১৪ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বগুড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ নিহত ২

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৮ জন।

বুধবার দুপুর দেড়টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার বাস স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন রংপুর শহরের কামাল কাছনা এলাকার খায়রুল ইসলামের স্ত্রী রানু বেগম (৪৫)। অপরজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর।

পুলিশ জানায়, আহাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বগুড়া থেকে ঢাকার দিকে যাওয়ার সময় ঢাকা থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনে অংশ দুমড়েমুচড়ে যায়। যাত্রীরা বাসের ভেতরে আটকা পড়েন। ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ সদস্যরা দুর্ঘটনাকবলিত বাস দুটির বডি কেটে তাদের উদ্ধার করে। পরে গুরুতর আহত ২০ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

ঘটনাস্থলে উপস্থিত শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বাবর আলী বলেন, ‘বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন। তবে বাস দুটির চালক ও সহাকারীকে পাওয়া যায়নি।’

 

রাইজিংবিডি/বগুড়া/১৪ আগস্ট ২০১৯/একে আজাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়