ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

গাজীপুরে বাড়িতে বিস্ফোরণে দগ্ধ গৃহকর্ত্রীর মৃত্যু

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৬, ১৭ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাজীপুরে বাড়িতে বিস্ফোরণে দগ্ধ গৃহকর্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনের কাথোরা এলাকায় বাসাবাড়িতে বিস্ফোরণের অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ গৃহকর্ত্রী আকলিমা খাতুন (৫০) মারা গেছেন।   

শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই ঘটনায় আকলিমা খাতুনের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

নিহতের নাতী মো: নাহিদ মন্ডল জানান, রাত ৯টা ১০ মিনিটে দিকে আকলিমা খাতুন মারা গেছেন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শনিবার ভোররাতে কাথরা কাজীবাড়ি এলাকার ইয়াকুব আলী মন্ডলের একতলা বাড়িতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং আগুন ধরে যায়। এতে ওই বাড়ির বিভিন্ন মালামল পুড়ে যায় এবং গৃহকর্তা ইয়াকুব আলী মন্ডল (৬০), তার স্ত্রী আকলিমা খাতুন (৫০) এবং গৃহকর্তার শ্বশুর নূর মোহাম্মদ (৮০) দগ্ধ হয়। বিস্ফোরণের শব্দ পেয়ে স্থানীয়রা গিয়ে আগুন নেভায় এবং দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক মো: বাচ্চু মিয়া জানান, দগ্ধ ৩ জনকে এ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদেরে মধ্যে ইয়াকুব আলী মন্ডল শরীরের ১০০ শতাংশ, আকলিমা খাতুনের ৯৫ শতাংশ এবং নূর মোহাম্মদ ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।

রাইজিংবিডি/গাজীপুর/১৮ আগষ্ট ২০১৯/হাসমত আলী/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়