ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২২, ২৩ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাজীপুরে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের ন্যাশনাল পার্কের ভেতর থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রের ৭ সদস্যকে আটক করেছে র‌্যাব-১। শুক্রবার সন্ধ্যায় র‌্যাব-১ এর গাজীপুর ক্যাম্প থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন, শেরপুরের শ্রীবর্দী থানার বালিয়াচণ্ডি এলাকার ইন্তাজ আলী রাজু (২৬), একই জেলার সদর থানা এলাকার সোহাগ মিয়া (১৮), একই জেলা ও থানা এলাকার ডোবারচর এলাকার জাকির হোসাইন (১৮), গাজীপুর সিটি করপোরেশনের ভাওরাইদ এলাকার আরিফ হোসেন (১৮), দিঘীরচালা এলাকার আল আমিন হুসাইন (২৫), গোপালগঞ্জের মুকসুদপুর থানা এলাকার সাজ্জাদ হোসেন ওরফে সজিব (১৮) ও বরিশালের উজিরপুর থানার শিমুলতলী এলাকার শাকিল মিয়া (১৮)।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় আরিফ নীট স্পিন লিমিটেডের চালক মো. আব্দুল কালাম কভার্ডভ্যান নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন।

পথে ন্যাশনাল পার্কের ৪নং গেটের কাছে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা ডাকাতদল কভার্ডভ্যানের গতিরোধ করে। চালককে জিম্মি করে গাড়িটি গভীর বনে নিয়ে যায়। সেখানে চালক ও তার সহকারী আহম্মেদ আলীকে গাছের সাথে বেঁধে মারধর করে। তাদের মুক্তিপণ হিসেবে কোম্পানির প্রতিনিধিদের কাছে ৫ লাখ টাকা দাবি করেন। মুক্তিপণের টাকা নেওয়ার জন্য তারা বেশ কয়েকটি বিকাশ নম্বর দেন। কোম্পানির পক্ষ থেকে তাদের দাবিও মেটানো হয়।

পরে খবর পেয়ে র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে ন্যাশনাল পার্কের ৪নং গেট এলাকায় গভীর বনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দু’টি রামদা, চারটি চাপাতি, ডাকাতির নগদ ষোল হাজার টাকা ও আটটি মোবাইল ফোনসেটসহ ডাকাত দলের ওই সাত সদস্যকে আটক করা হয়।

আহত অবস্থায় কাভার্ড ভ্যানের চালক মো. আব্দুল কালাম ও সহকারী আহম্মেদ আলীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

র‌্যাব আরো জানায়, আটককৃতরা ডাকাতির কথা স্বীকার করছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


রাইজিংবিডি/গাজীপুর/২৩ আগস্ট ২০১৯/হাসমত আলী/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়