ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

শেখ হাসিনার আন্তরিকতায় শান্তি ফিরেছে পাহাড়ে

বাসু দাস || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৩, ২৪ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেখ হাসিনার আন্তরিকতায় শান্তি ফিরেছে পাহাড়ে

বান্দরবান সংবাদদাতা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় পাহাড়ে শান্তি ফিরেছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

শনিবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৩০ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলার কদুখোলা ভাগ্যকুল হাইস্কুলের দ্বিতল ভবনের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘দুর্গম এই পার্বত্য জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এখন আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছে। বিদ্যালয়গুলোতে লেখাপড়ার মান আগের তুলনায় বেড়েছে। শিক্ষা ও উন্নয়ন সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।’

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা শিক্ষার্থীদের ভালো করে লেখাপড়া করান। বাসায় ভালো করে পড়ে আসবে এমন কথা না বলে তাদের বিদ্যালয়ে বেশি করে পড়ালেখা করিয়ে শিক্ষিত করে তুলুন।’

সেসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যাসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।


রাইজিংবিডি/বান্দরবান/২৪ আগস্ট ২০১৯/এস বাসু দাশ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়