ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ডেঙ্গু জ্বরে গৃহবধূর মৃত্যু

বেলাল রিজভী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৮, ২৫ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডেঙ্গু জ্বরে গৃহবধূর মৃত্যু

মাদারীপুর সংবাদদাতা : জেলার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা নেয়ার পথে শনিবার রাত ২টার দিকে ডেঙ্গু আক্রান্ত সুমি আক্তার (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার রাতেই তার বাড়ি জেলার শিবচর উপজেলার কাঠালবাড়িতে আনা হয়েছে। এ নিয়ে  মাদারীপুরের এখন পর্যন্ত ৮ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

সুমি জেলার শিবচর উপজেলার কাঠালবাড়ি ঘাট এলাকার স্পীডবোট চালক আনোয়ার ফকিরের স্ত্রী। সুমি এক মেয়ে ও দুই ছেলের জননী।

জানা যায়, গত ২০ আগস্ট জেলার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় ডেঙ্গু আক্রান্ত গৃহবধূ সুমি আক্তার(৩০)। তিনি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। কিন্তু শনিবার তার অবস্থার অবনতি ঘটলে রাতে তাকে ঢাকায় স্থানান্তরের কথা বলা হয়। পদ্মা পাড়ি দিয়ে ঢাকার পথেই তার মৃত্যু হয়।

শিবচর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল মোকাদ্দেস বলেন, ‘শনিবার রাতে সুমির শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় স্থানান্তর করার কথা বলা হয়। সে ২০ আগস্ট হাসপাতালে ভর্তি হয়েছিল। এখনো হাসপাতালে ২৪ জন রোগী ভর্তি আছে।’


রাইজিংবিডি/মাদারীপুর/২৫ আগস্ট ২০১৯/ বেলাল রিজভী/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়