ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশির লাশ ফেরত

এম এ মামুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৭, ৭ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশির লাশ ফেরত

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার নিমতলা সীমান্তে বিএসএফের গুলিতে  নিহত বাংলাদেশি মাদক ব্যবসায়ী নাজিমের লাশ ২দিন পর ফেরত দিয়েছে বিএসএফ। নাজিম সদর উপজেলার আকন্দোবাড়িয়া গ্রামের মাদক ব্যবসায়ী মৃত মোহাম্মদের ছেলে।

শুক্রবার রাত ১০টার দিকে ভারত বাংলাদেশের জয়নগর গেদে সীমান্তে এক পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের কৃঞ্চগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজ শেখোর পাল  বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানার অফিসার ইনচার্জ শেখ গনির কাছে নিজাম উদ্দিনের লাশ হস্তান্তর করেন। এসময় নিজাম উদ্দিনের ভাই সুমন তার ভায়ের লাশ সনাক্ত করলে তার লাশ পরিবারের কাছে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বর্ডারগার্ড চুয়াডাঙ্গার নিমতলা ক্যাম্প কমান্ডার রেজাউল করিম ও ভারতী বিএসএফ গেদে কোম্পানির অসি শরুপ সামান্ত।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার  সকালের দিকে  নাজিম উদ্দীন নিমতলা সীমান্তের ৭৪ নং পিলারের ভারতীয় অংশে প্রবেশ করে। এ সময় বিএসএফ সদস্যরা  নাজিমকে গুলি চালিয়ে  হত্যা করে।  পরে তার লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে  যায় বিএসএফ।


রাইজিংবিডি/চুয়াডাঙ্গা/৭ সেপ্টেম্বর ২০১৯/এম এ মামুন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়