ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ফেনীর বস্তিতে আগুন, নিঃস্ব ৮ পরিবার

সৌরভ পাটোয়ারী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৮, ১১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফেনীর বস্তিতে আগুন, নিঃস্ব ৮ পরিবার

ফেনী সংবাদদাতা : ফেনী শহরের মিজান পাড়ায় মোল্লার কলোনি বস্তিতে আগুন লেগে ৮ পরিবারের ১০টি ঘর পুড়ে গেছে। বুধবার দুপুরে আগুন লাগার ঘটনাটি ঘটে।  এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ফেনী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ তৌফিকুল ইসলাম ভূঞা জানান, দুপুরে ভাত রান্না করার সময় গ্যাসের চুলা থেকে মোল্লার কলোনিতে আগুনের সূত্রপাত হয়। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। নেভানোর আগেই কলোনিতে বসবাসরত মোল্লা, মকবুল, সোহাগ, রুবেল ও নুরজাহন্হি ৮ পরিবারের ১০টি ঘর পুড়ে যায়।

তিনি আরো জানান, দেরিতে ফায়ার স্টেশনে খবর পৌঁছানোর কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে। তবুও ২ ইউনিটের আন্তরিক প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণের কারণে আশপাশের চারটি বহুতল ভবন আগুন থেকে রক্ষা পায়। আগুনে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সে সময় আগুনে পুড়ে নিঃস্ব হয়ে যাওয়া মানুষের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে। তারা এ ঘটনায় জেলা প্রসাশককে উদ্দেশ‌্য করে আর্থিক সহায়তার জন‌্য নিবেদন জানান।

আগুনে সব হারানো নূরজাহান আবেগী কণ্ঠে বলেন, ‘আমাদের সব স্বপ্ন শেষ আমরা এখন কোথায় থাকব, কী খাবো? খাবার থেকে শুরু করে পোষাক, আসবাবপত্র সব পুড়ে গেছে। আমাদের বাঁচান।’

 

রাইজিংবিডি/ফেনী/১১ সেপ্টেম্বর ২০১৯/সৌরভ পাটোয়ারী/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়