ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

ডেঙ্গু জ্বরে ছাত্রীর মৃত্যু

জে.খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫০, ১২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডেঙ্গু জ্বরে ছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুরাইয়া (১৪) নামে এক স্কুলছাত্রী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে।

বৃহষ্পতিবার সকাল ৭টার দিকে সে মারা যায়। মৃত সুরাইয়া বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের বাসিন্দা বাদল মুন্সীর মেয়ে ও হাড়িচানা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

সুরাইয়ার পিতা বাদল মুন্সী রাইজিংবিডিকে জানান, গত ৬ সেপ্টেম্বর সুরাইয়া জ্বরে আক্রান্ত হলে তাকে পাথারঘাটা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা শেষে জানা যায় সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত। তাই সেখান থেকে বরিশালে নিয়ে আসার পর এখানে তাকে দুই ব্যাগ রক্ত দেয়া হয়েছিলো। অতঃপর সে মারা যায়।

হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগের অধ্যাপক ডা. অসিৎ ভূষণ দাস রাইজিংবিডিকে জানান, গত ১০ সেপ্টেম্বর রাত ৮টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত সুরাইয়া বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহষ্পতিবার সকাল ৭টার তার মৃত্যু হয়।

এদিকে এনিয়ে গত ২৪ ঘণ্টার ব্যবধানে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বরিশালের মুলাদী উপজেলার সদর ইউনিয়নের মধ্য চরলক্ষীপুর গ্রামের বাসিন্দা বাবুল আহমেদ হাওলাদারের ছেলে ফরহাদ হোসেন জিহাদ (১৪)। সে স্থানীয় চর লক্ষীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র ছিলো।

অপরদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ১০টা থেকে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত) ভর্তি হয়েছেন ১৯ জন। এছাড়া ওই ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন ৩৩ জন। বর্তমানে এ হাসপাতালে ভর্তি আছেন ৯৯ জন। এরমধ্যে পুরুষ রোগী ৩৯ জন, মহিলা ৩৪ ও শিশু ২৬ জন।

হাসপাতালের উপ-পরিচালক ডা. মোহাম্মাদ আবদুল রাজ্জাক হোসেন রাইজিংবিডিকে জানিয়েছেন, গত ১৬ জুলাই থেকে এ পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ  হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৭০ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২০৬৩ জন। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৮ জন।


রাইজিংবিডি/বরিশাল/১২ সেপ্টম্বর ২০১৯/জে. খান স্বপন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়