ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা

অদিত্য রাসেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৮, ১২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা

সিরাজগঞ্জ সংবাদদাতা : জেলায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১৪ জন নারী-পুরুষ শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৭৪ জন।

এর মধ্যে গত ১৮ আগষ্ট মেহেদী হাসান মীম নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। প্রতিদিন ডেঙ্গু রোগী সংখ্যা বাড়তে থাকায় জেলাবাসী মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মির্জা মো. হুমায়ুন কবির জানান, গত ২৪ ঘন্টায় ১৪ জন নারী-পুরুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সর্বমোট ভর্তি রয়েছে ৩৮ জন।

সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ৮ জন ও নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। আর ৭৩৬ জন রোগী ছাড়পত্র নিয়ে বাড়ি চলে গেছে।


রাইজিংবিডি/ সিরাজগঞ্জ/১২সেপ্টেম্বর২০১৯/অদিত্য রাসেল/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়