ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

টাঙ্গাইলে বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের জমি উদ্ধার

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১১, ১২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টাঙ্গাইলে বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের জমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : ‘টাঙ্গাইল বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়’ এর দখলকৃত জায়গা উদ্ধার করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমপা ফারিসা এবং নির্বাহী

ম্যাজিস্ট্রেট রোকনুজ জামান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ম্যাজিস্ট্রেট রোকনুজ জামান জানান, দীর্ঘদিন ধরে এই স্কুলের জায়গা মতিয়ার রহমান নামে এক ব‌্যক্তির দখলে ছিল। গতকাল বুধবার উচ্ছেদের বিষয়ে নোটিশের মাধ্যমে তাকে অবগত করা হয়েছে। বৃহস্পতিবার এসে অবৈধ দখল উচ্ছেদ করে টাঙ্গাইল বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়কে বুঝিয়ে দেওয়া হয়েছে।

উচ্ছেদের সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ভূমি অফিসের কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।


রাইজিংবিডি/টাঙ্গাইল/১২ সেপ্টেম্বর ২০১৯/শাহরিয়ার সিফাত/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়