ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিয়েতে খেয়ে অসুস্থ-মৃত্যু: বিশেষজ্ঞ দল সুনামগঞ্জে

সুনামগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ১৬ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিয়েতে খেয়ে অসুস্থ-মৃত্যু: বিশেষজ্ঞ দল সুনামগঞ্জে

সুনামগঞ্জে বিয়ের অনুষ্ঠানে খেয়ে একজনের মৃত্যু এবং ৯৩ জন অসুস্থ হওয়ার কারণ অনুসন্ধানে ঢাকা থেকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনটিস্টিউটের প্রতিনিধি দল সুনামগঞ্জ এসেছেন।

সোমবার দুপুরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউিটের মেডিকেল অফিসার ডা. শামসাদ রাব্বানী খানের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল সুনামগঞ্জ সদর হাসপাতালে পরিদর্শন করে রোগীদের সঙ্গে দেখা করেন। এ সময় তারা হাসপাতালে থাকা অসুস্থ রোগী ও কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

পরে দুপুরে সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের সাদকপুর গ্রামে বিয়ের অনুষ্ঠানস্থলে যান তারা। সেখানে ঘটনা সংশ্লিষ্ট নমুনা দেখার পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তবে ঘটনার বিষয়ে ঊধ্র্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কথা বলতে রাজি হননি।

এ ঘটনায় রোগীদের মল ও বমির নমুনা ইতিমধ্যে ঢাকা ও চট্টগ্রামে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সুনামগঞ্জের সিভিল সার্জন জানান, প্রতিনিধি দলটি ঢাকায় গিয়ে জানাতে পারবেন কী কারণে এমনটি ঘটেছে।

গত বুধবার রাতে জেলার দিরাই উপজেলার ডাইয়ারগাঁও গ্রামের মিহির তালুকদারের সঙ্গে শহরতলীর মোল্লাপাড়া ইউনিয়নের সাদকপুর গ্রামের মুক্তিযোদ্ধা মৃত প্রাণেশ তালুকদারের মেয়ের বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে শতাধিক অতিথি অসুস্থ হয়ে পড়েন। এদের ৯৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন এক জনের মৃত্যু হয়।


রাইজিংবিডি/সুনামগঞ্জ/১৬ সেপ্টেম্বর ২০১৯/আল আমিন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়