ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৪, ১৮ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

গাজীপুরের শ্রীপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাসুদ পারভেজ ওরফে পারভেজ ডাকাত (৩৩) নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে বিদেশী পিস্তল, শর্টগান, ওয়ানস্যুটার গান উদ্ধার করেছে র‌্যাব। এসময় র‌্যাবের এক সদস্যও আহত হয়েছেন। নিহত মাসুদ পারভেজ ডাকাতের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকায়।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক মো. কামরুজ্জামান রাইজিংবিডিকে জানান, শ্রীপুরের সাতখামাইর এলাকায় একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন খবর গোপনে জানতে পেরে র‌্যাব-১ এর একটি টহলদল রাত আড়াইটার দিকে অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদ্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে ডাকাতদলের পারভেজকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়, এসময় অন্যরা পালিয়ে যায়। পরে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধের সময় আহত র‌্যাব সদস্য সোহরাবকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

র‌্যাব কর্মকর্তা আরো বলেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, ছয়টি শর্টগান এবং একটি ওয়ান স্যুটারগান উদ্ধার করা হয়েছে। পারভেজ ডাকাতের রিরুদ্ধে ৭টি ডাকাতিসহ হত্যা, অস্ত্র, মাদকের ১৩/ ১৪টি মামলা রয়েছে।


গাজীপুর/হাসমত আলী/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়