ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ছয় জেলে অপহরণ, ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০২, ১৮ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছয় জেলে অপহরণ, ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে ছয় জেলেকে অপহরণ করে সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বনদস্যু জিয়া-জোনাব বাহিনী।

মঙ্গলবার সন্ধ্যায় অস্ত্রের মুখে সুন্দরবনের গহিনে বঙ্গোপসাগর সংলগ্ন তালপট্টি এলাকায় মাছ ধরার সময় বনদস্যুরা তাদের জিম্মি করে নিয়ে যায়।

অপহৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালি গ্রামের ওয়াজেদ সরদারের ছেলে ইকবাল সরদার (২৫), রিয়াজুল গাজীর ছেলে জিন্নাত গাজী (২৮), ডুমুরিয়া গ্রামের মুছা মিস্ত্রীর ছেলে আলামিন (২৬), ছোট ভেটখালী গ্রামের দৌলত ফকিরের ছেলে মহিবুলাহ (৫৫), খালেক গাজীর ছেলে আশিক গাজী (৪০) এবং পার্শ্বেখালী গ্রামের এন্তাজ সরদারের ছেলে আসাদুজ্জামান (৩৩)।

অপহৃত জেলেদের বরাত দিয়ে ফিরে আসা জেলে শ্যামনগরের বড় ভেটখালী গ্রামের কওছার মোড়লের ছেলে শহিদুল ইসলাম ও গাবুরা গ্রামের এন্তাজ আলী জানায়, এক সপ্তাহ আগে বুড়িগোয়ালিনী বন অফিস হতে বৈধ পাশ নিয়ে তারা সুন্দরবনে মাছ ধরতে যায়।

মঙ্গলবার সকালে তালপট্টি এলাকা থেকে সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করে বনদস্যু জিয়া-জোনাব বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করে ভারতীয় সীমান্তে নিয়ে যায়।

জেলে অপহরণের বিষয়ে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) আক্তারুজ্জামান রাইজিংবিডিকে জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

সাতক্ষীরা/শাহীন গোলদার/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়