ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

গোপালগঞ্জে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৮, ১৮ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোপালগঞ্জে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

গোপালগঞ্জে আমদানীকারক সিলবিহীন বিদেশি পণ‌্য বিক্রির দায়ে দু’টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুরে গোপালগঞ্জ শহরের সাওদাগর রোডে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান।

তিনি জানান, শহরের সাওদাগর রোডে অভিযান চালানো হয়। সে সময় আমদানিকারক সিল ছাড়া বিদেশি পণ‌্য বিক্রির দায়ে মেসার্স বরকত স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই অপরাধে মেসার্স বাগদাদ স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে বাজার কর্মকর্তা মো. আরিফ হোসেন, ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো. মোজাহারুল হক বাবলু ও সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


গোপালগঞ্জ/বাদল সাহা/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়