ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পেঁয়াজের মূল্য বৃদ্ধি রুখতে হিলিতে বৈঠক

উপজেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ১৮ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পেঁয়াজের মূল্য বৃদ্ধি রুখতে হিলিতে বৈঠক

দিনাজপুরের হিলিতে পেঁয়াজের মূল্য বৃদ্ধি রুখতে বন্দরের পেঁয়াজ আমদানিকারকদের নিয়ে বৈঠক করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুর ৩ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে হিলি স্থলবন্দরের সকল পেঁয়াজ আমদানিকারক উপস্থিত ছিলেন।

সভায় পেঁয়াজের মূল্যবৃদ্ধি রুখতে ও কারসাজি করে পেঁয়াজ মজুদ করে কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে যেন কেউ পেঁয়াজের দাম না বাড়াতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একইসাথে দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে বন্দরের ব্যবসায়ীদের বেশি করে পেঁয়াজ আমদানি করার আহ্বান জানানো হয়।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সহসভাপতি শহিদ উদ্দিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, পেঁয়াজ আমদানিকারক সাইফুল ইসলাম, বাবলুর রহমান প্রমুখ।


হিলি (দিনাজপুর)/মোসলেম উদ্দিন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়