ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঢাকা-আরিচা মহাসড়কে শ্রমিকদের অবরোধ

উপজেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৪, ১৮ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকা-আরিচা মহাসড়কে শ্রমিকদের অবরোধ

ঢাকার ধামরাই উপজেলার একটি তৈরীপোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে।

বুধবার বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত প্রায় আধা ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ইসলামপুর এলাকায় সড়ক অবরোধ করে রাখে ‘দি ইমাকুলেট টেক্সটাইল লিমিটেডের’ শ্রমিকরা৷

এ সময় মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের কবলে পড়ে যাত্রীরা।

আন্দোলনরত শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ ৩ মাসের বেতন পরিশোধ না করে গড়িমসি করে আসছে। এই মাসের ১০ তারিখে বেতন দেয়ার কথা থাকলেও দেয়নি৷ আজ বুধবার বিকেলে তাদের কিছু বেতন দেয়ার কথা থাকলেও দেয়নি৷

তারা জানান, আন্দোলনের এক পর্যায়ে কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ আগামী ২৬ সেপ্টেম্বর বেতন দেয়ার আশ্বাস দেয়। পরে তারা মহাসড়ক ছেড়ে চলে যায়।

এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, ২৬ সেপ্টেম্বরের মধ্যে ৩ মাসের বেতন পরিশোধ করে দেবে কারখানা কর্তৃপক্ষ-  এমন আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে গেছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


সাভার/আরিফুল ইসলাম সাব্বির/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়