ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অগ্নিনির্বাপক সিলিন্ডার বিস্ফোরণে কর্মচারীর মৃত্যু

সাভার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৭, ৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অগ্নিনির্বাপক সিলিন্ডার বিস্ফোরণে কর্মচারীর মৃত্যু

সাভারের আশুলিয়ার বগাবাড়ী এলাকায় অগ্নিনির্বাপক সিলিন্ডার বিস্ফোরণে আনিস হোসেন (৪০) নামের দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে বগাবাড়ী এলাকার এইচ আর ফায়ার ফাইটিং নামের অগ্নিনির্বাপক সিলিন্ডারের দোকানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আনিস হোসেন ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর থানার কৈতলা গ্রামের ফিরোজ হোসেনের ছেলে। তিনি এইচ আর ফায়ার ফাইটিং নামের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দোকান খোলার কিছুক্ষণ পরেই হঠাৎ করেই সেখানে মজুত রাখা সিলিন্ডারের মধ্যে একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। এসময় দোকানে থাকা কর্মচারী আনিস গুরুত্বর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার সময় তার মৃত্যু হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) সাঈদ রাইজিংবিডিকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি৷ নিহতের পরিবারের দিক থেকে কোনরকম অভিযোগ না থাকায়, ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।



সাভার/আরিফুল ইসলাম সাব্বির/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়