ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘দুর্নীতিগ্রস্ত কাউকে ছাড় দেয়া হবে না’

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘দুর্নীতিগ্রস্ত কাউকে ছাড় দেয়া হবে না’

দুর্নীতির লাগাম টেনে ধরার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘দেশে যেমন ব্যাপক উন্নয়ন হচ্ছে, তেমনি উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে দুর্নীতিও বাড়ছে। এর লাগাম টেনে ধরতে হবে।’

বুধবার বিকেলে কিশোরগঞ্জের তাড়াইলে স্বাধীনতা ভাস্কর্য উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যারাই দুর্নীতির সঙ্গে জড়িত থাকুক না কেন, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না। বর্তমান সরকার নিজের ঘর থেকে দুর্নীতি বিরোধী যে অভিযান চালাচ্ছে তা অব্যাহত রাখতে হবে। সমাজ থেকে দুর্নীতি উচ্ছেদ করতে হবে।’

১৫ অক্টোবর পর্যন্ত কিশোরগঞ্জে অবস্থান করবেন রাষ্ট্রপতি। এ সময়ে তিনি ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেয়াসহ সেখানকার উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করবেন।

আগামীকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জ সদরে আইনজীবী সমিতি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন রাষ্ট্রপতি।


কিশোরগঞ্জ/রুমন চক্রবর্তী/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়