ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ডাকাতিকালে স্কুলছাত্র হত্যা ঘটনায় আটক ২

সাভার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ১০ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডাকাতিকালে স্কুলছাত্র হত্যা ঘটনায় আটক ২

ঢাকার ধামরাইয়ে চাঞ্চল্যকর ডাকাতি ও স্কুলছাত্র হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন আসামিরা। এর আগে বুধবার (১০ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার প্রতাপ গ্রামের সমেজ আলী প্রামাণিকের ছেলে মোয়াজ্জেম হোসেন (৩২) এবং ধামরাই উপজেলার বাউটিয়া গ্রামের গোপালের ছেলে নজিম উদ্দিন নাজিম (৩৯)।

ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ‘গতকাল রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে আজ তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এর আগে, গত ২৭ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে ঢাকার ধামরাইয়ে জালসা বাগবাড়ী গ্রামে ডাকাতিকালে ধারালো অস্ত্রের আঘাতে রমজান আলী নামে জালসা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্র নিহত হয়। ওই ঘটনায় ধামরাই থানায় মামলা হলে আসামিদের গ্রেপ্তার করা হয়।


সাভার, ঢাকা/সাব্বির/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়