ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘আইনজীবীদের রাষ্ট্রের কল্যাণে কাজ করতে হবে’

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ১০ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আইনজীবীদের রাষ্ট্রের কল্যাণে কাজ করতে হবে’

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘আইনজীবীদের সমাজ ও রাষ্ট্রের কল্যাণে সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করতে হবে। জনগণের উপর আস্থা রেখে মামলা পরিচালনায় বিচার প্রার্থীদের সাথে সহনশীল আচরণ করতে হবে ‘

বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা জজ কোর্ট প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা ও ১০ তলা বিশিষ্ট রাষ্ট্রপতি আবদুল হামিদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আগে যারা সংসদে এমপি হতেন, তাদের একটা বড় অংশই ছিল আইনজীবী। তারা সমাজ ও রাষ্ট্রে নেতৃত্ব দিতেন। কিন্তু বর্তমানে সময়ে নানা অবক্ষয়ের কারণে সেটা আর দেখা যায় না। ১৯৭০ সালের পার্লামেন্টে আইনজীবীর সংখ্যা ছিল ৫১ ভাগ। অষ্টম সংসদে ছিল মাত্র ৩৩ জন। এখন হয়ত আরো কম।’

আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিচারপ্রার্থীরা যাতে ন্যায্য বিচার পায়, সেভাবেই আইনজীবীরা পরামর্শ দেবেন। দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলবেন।’

তিনি বলেন, ‘কেবল টাকার পেছনে ছোটার যে কালচার তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে হবে। তবেই মানুষ আইনজীবীদের আগের মতো শ্রদ্ধা করবে। ‘

জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গণে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, জেলা ও দায়রা জজ ছায়েদুর রহমান খান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সহিদ।

আগামীকাল শুক্রবার রাষ্ট্রপতি তার নিজ উপজেলা মিঠামইন যাবেন। সেখানে বিভিন্ন অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে।


কিশোরগঞ্জ/রুমন চক্রবর্তী/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়