ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

নিষিদ্ধ সময়ে ইলিশ বিক্রি করায় জরিমানা

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ১০ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিষিদ্ধ সময়ে ইলিশ বিক্রি করায় জরিমানা

মৌলভীবাজারের কুলাউড়ায় নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ বিক্রি করায় ইমরান মিয়া নামে এক যুবককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে প্রকাশ্যে ইলিশ বিক্রির সময় খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সে সময় তার কাছ থেকে সাড়ে পাঁচ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাছগুলো উপজেলার সকল এতিমখানায় বিতরণ করা হয়।

অর্থদণ্ডপ্রাপ্ত যুবক ইমরান মিয়া জুড়ী উপজেলার কুদ্দুস মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাইম, উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদসহ উপজেলা মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, দেশে ইলিশের উৎপাদন বাড়াতে সরকারিভাবে সারা দেশে ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ শিকার, বিক্রি, পরিবহন, মজুদ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।


মৌলভীবাজার/সাইফুল্লাহ হাসান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়