ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রধানমন্ত্রীকে স্বাস্থ্য সহকারীদের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৪, ১১ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রধানমন্ত্রীকে স্বাস্থ্য সহকারীদের অভিনন্দন

গ্লোবাল এলায়েন্স ফর ভ্যাক্সিনেশন এন্ড ইমুনাইজেশন (গ্যাভি) কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কারে ভূষিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন।

শুক্রবার সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিনন্দন জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবুল ওয়ারেশ পাশা পলাশ, সাধারণ সম্পাদক মো. জাকারিয়া হোসেন, সাংগঠনিক সম্পাদক নূর নবীসহ দেশের বিভিন্ন জেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মো. এনায়েত রাব্বি লিটন বলেন, ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সহকারীদের কাজের আন্তর্জাতিক স্বীকৃতিস্বরূপ ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননায় ভূষিত হয়েছেন,  এর জন্য আমরা গর্বিত ও আনন্দিত।’’

তিনি বলেন, ‘‘একমাত্র স্বাস্থ্য সহকারীদের কাজের সফলতা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বাস্থ্যখাতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।’’

তিনি বলেন, এরপরও একজন স্বাস্থ্য সহকারী ২৫ বছরেও পদোন্নতি পেয়ে সহকারী স্বাস্থ্য পরিদর্শক হতে পারেন না। এরপর স্বাস্থ্য পরিদর্শক হতে আরও কমপক্ষে ১০ বছর অপেক্ষা করতে হয়।

তিনি বলেন, স্বাস্থ্য সহকারীদের কাজের ফলে দেশ থেকে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমেছে।


ঢাকা/গাজী হানিফ মাহমুদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়