ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সিরাজগঞ্জে ইলিশ ধরায় ৭ জেলের কারাদণ্ড

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৫, ১৬ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিরাজগঞ্জে ইলিশ ধরায় ৭ জেলের কারাদণ্ড

সিরাজগঞ্জের যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় সাত জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দিনব্যাপি সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ইলিশের ডিম ছাড়ার সময় ৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরার পাশাপাশি সংরক্ষণ, বিপণন, পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার চর সাপড়ী গ্রামের নওশাদের ছেলে সোলায়মান (৫০), পূর্ব মোহনপুর গ্রামের একলাসের ছেলে হাসান (১৯), বেলটিয়া গ্রামের গোলাম মওলার ছেলে রজব আলী (২০), মোস্তাকের ছেলে মাহমুদুল (১৯), মনিরুদ্দিন শেখের ছেলে মহর উদ্দিন (৪৫), খলিশাকুড়া গ্রামের ছাত্তার আলীর ছেলে ইউনুস আলী (৩০), টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আফজালপুর গ্রামের মুজাম আলীর ছেলে লালন শেখ (৪২)।

সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.  আনিসুর রহমান এই দণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার জানান, ভোর ৬টা হতে সন্ধ্যা পর্যন্ত সিরাজগঞ্জ সদরের যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় ইলিশ মাছ ধরার অপরাধে সাত জনকে গ্রেপ্তার, ৬০ হাজার মিটার ক্যারেন্ট জাল ও ৫০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে ৬ জনকে ১৪ দিন করে এবং ১ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। জাল পুড়িয়ে ফেলে করা হয় এবং ইলিশ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো.  আনোয়ার হোসেন ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।


সিরাজগঞ্জ/অদিত্য রাসেল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়