ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

ইলিশ ধরার দায়ে ১০ জেলেকে জরিমানা

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ১৬ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইলিশ ধরার দায়ে ১০ জেলেকে জরিমানা

প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার দায়ে ১০ জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী এ জরিমানা করেন।

১০ জেলের প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। সে সময় ১ লাখ মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার ভিটাডুবি গ্রামের নারায়ন দাস, হীরালাল দাস, যতীশ দাস, জালাল মিয়া, কচুয়া গ্রামের কাসেম মিয়া, কাঞ্চন মিয়া, শিশু মিয়া, কাসেমপুর গ্রামের জুয়েল মিয়া, ফকিরদিয়া গ্রামের মোহাম্মদ মিয়া ও কাঠালকান্দি গ্রামের মোবারক মিয়া।

এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলার মেঘনা, ধলেশ্বরী ও বাক লঙ্গণ নদীতে কারেন্ট জাল ও বেড়জাল দিয়ে ইলিশ মাছ ধরার অপরাধে তাদেরকে আটক করেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা দেওয়ান নজরুল ইসলাম বলেন, ‘নদীতে অবৈধভাবে মা ইলিশ ধরার সময় কারেন্ট জাল ও বেড়জালসহ তাদেরকে আটক করা হয়। পরে মৎস্য সংরক্ষণ আইনে তাদেরকে জরিমানা করা হয়।’


ব্রাহ্মণবাড়ীয়া/মাইনুদ্দীন রুবেল/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়