ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বঙ্গবন্ধুর নামে ১৯৭১টি তালের চারাগাছ রোপণ

সাতক্ষীরা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৩, ১৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বঙ্গবন্ধুর নামে ১৯৭১টি তালের চারাগাছ রোপণ

সাতক্ষীরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকীকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১৯৭১টি তালের চারাগাছ রোপণ করেছে সাতক্ষীরা জেলা পুলিশ।

শনিবার সকালে সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের দুই ধারে আনুষ্ঠানিকভাবে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই তালের চারাগাছ রোপন শুরু করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুৎমিশ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাউদ্দীন, কমিউনিটি পুলিশিং ফোরাম- সাতক্ষীরার সভাপতি ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেসক্লাব সাধারণ সম্পাতক মমতাজ আহমেদ বাপী, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

আনুষ্ঠানিকভাবে চারাগাছ রোপণের এই আয়োজন করে কমিউনিটি পুলিশিং ফোরাম, সাতক্ষীরা।



সাতক্ষীরা/শাহীন গোলদার/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়