ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মদ‌্যপ চালক শনাক্তে সড়কে অ‌্যালকোহল ডিটেক্টর দিয়ে পরীক্ষা

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৪, ২০ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মদ‌্যপ চালক শনাক্তে সড়কে অ‌্যালকোহল ডিটেক্টর দিয়ে পরীক্ষা

ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মতো ঢাকা-সিলেট মহাসড়ক ও কুমিল্লা-সিলেট মহাসড়কে মদ‌্যপ চালক শনাক্ত করতে অ‌্যালকোহল ডিটেক্টর দিয়ে পরীক্ষা শুরু করেছে হাইওয়ে পুলিশ।

রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত খাটিহাতা (বিশ্বরোড) হাইওয়ে থানা পুলিশ এই দুটি মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের চালকরা মাদক সেবন করে গাড়ি চালাচ্ছছেন কিনা, তা পরীক্ষা করেন। এ সময় ৩০-৪০ জন চালককে পরীক্ষা করা হলেও কাউকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়নি।

প্রথমবারের মতো এই কার্যক্রম দেখে অনেক চালক বিস্মিত হন। তবে বিষয়টিকে তারা সময়োপযোগী এবং ইতিবাচক দেখছেন।

ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলরত গ্রিন লাইন বাস সার্ভিসের চালক মো. মিজানুর রহমান জানান, মহাসড়কে দুর্ঘটনারোধে হাইওয়ে পুলিশের এই কার্যক্রমকে সাধুবাদ জানান। এই কার্যক্রম অব্যাহত রাখলে দুর্ঘটনা অনেকটা হ্রাস পাবে।

এ ব্যাপারে খাটিহাতা (বিশ্বরোড) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইনুল ইসলাম জানান, বাংলাদেশে অ‌্যালকোহল ডিটেক্টর দিয়ে চালকদের পরীক্ষা করা শুরু হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।


ব্রাহ্মণবাড়িয়া/মো. মাইনুদ্দীন রুবেল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়