ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

প্রয়োজনে ৯৯৯-এ কল দিয়ে বাল্যবিবাহ রোধের আহ্বান

স্থলবন্দর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৩, ২১ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রয়োজনে ৯৯৯-এ কল দিয়ে বাল্যবিবাহ রোধের আহ্বান

প্রয়োজনে ৯৯৯ নম্বরে কল দিয়ে বাল‌্যবিবাহ রোধ করতে আহ্বান জানিয়েছেন দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।

মেয়েদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য, সুষম খাবার ও পুষ্টি বিষয়ক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

হাকিমপুর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে স্বাস্থ্য শিক্ষা প্রোগ্রামের আওতায় সোমবার দুপুরে হাকিমপুর পাউশগাড়া ফাজিল মাদ্রাসার হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার সহকারী অধ্যক্ষ তাইজুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রশীদ প্রমুখ।

সভায় বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান উপজেলা চেয়ারম‌্যান হারুন উর রশিদ হারুন। তিনি বলেন, কোনো বাবা-মা প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে সন্তানদের বিয়ে দিতে চাইলে তাদের বোঝানো এবং এতেও না হলে ৯৯৯-এ কল দিয়ে সেই বিবাহ বন্ধ করতে হবে।

সভা থেকে মেয়েদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য, সুষম ও পুষ্টি বিষয়ক খাবার সম্পর্কে নানারকম পরামর্শ দেযা হয়। সেই সঙ্গে বিভিন্ন বিষয়ের কুফল সম্পর্কে সচেতন করতে প্রজেক্টরের মাধ্যমে নাটিকা দেখানো হয়।


হিলি (দিনাজপুর)/মোসলেম উদ্দিন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়