ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এক বউয়ের তিন স্বামী, অতঃপর...

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৫, ৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এক বউয়ের তিন স্বামী, অতঃপর...

গোপনে তিন বিয়ে করেছিলেন ফেনীর তানজিলা হায়দার। সেই অপরাধ আদালতে প্রমাণিত হওয়ার মাশুল গুণতে হয়েছে তাকে কড়ায় গণ্ডায়।

গোপন রেখে একাধিক বিয়ের অপরাধে প্রতারণার মামলায় তানজিলা হায়দারকে দুই বছর সশ্রম কারাদণ্ড দেন আদালত।  এছাড়া ৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন।

বুধবার বিকেলে ফেনীর আদালত-৩ এর বিচারক এ.এস.এম এমরান এ রায় ঘোষণা করেন।

তানজিলা হায়দার ফেনী সদর উপজেলার উত্তর শর্শদী গ্রামের খান বাড়ির রকিবুল হায়দারের মেয়ে।

মামলার বাদী আইনজীবী জাহিদ হোসেন খসরু রাইজিংবিডিকে জানান, ফেনী পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের রামপুর গ্রামের হাফেজ উকিল বাড়ির জিয়াউল হক বাবলুর সাথে গত ২০১৫ সালের ১৭ আগস্ট কাজী অফিসে আসামি তানজিলা হায়দার নিজেকে কুমারী পরিচয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

প্রকৃতপক্ষে সে ইতিপূর্বে আবদুল্লাহ আল মামুনের সাথে ফেনীর সদর উপজেলার ১ নম্বর শর্শদী ইউপি কাজী অফিসে গিয়ে গত ২৪/১১/২০১০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সেই বিবাহের পরও তানজিলা হায়দার নিজেকে কুমারী পরিচয় দিয়ে ফের বিয়ে করেন।

এই ঘটনায় তানজলার ৩য় স্বামী জিয়াউল হক বাবলুর মা ছালেহা বেগম বাদী আদালতে মামলা দায়ের করলে আদালত তানজিলা দোষী সাবস্থ্য হন।

মামলার বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট ফজলুল হকছোটন ও এডভোকেট আলাউদ্দিন ভুঁইয়া ।


ফেনী/সৌরভ/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়