ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিয়ে বন্ধ করে বর-কনের চাচাকে জরিমানা

ঝালকাঠি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৫, ১২ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিয়ে বন্ধ করে বর-কনের চাচাকে জরিমানা

ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের চৌপলা গ্রামে একটি বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছে প্রশাসন।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস মোবাইল কোর্ট বসিয়ে এ বিয়ে বন্ধ করে দেন।

একই সাথে অপ্রাপ্ত বয়স্ক মেয়ে বিয়ে করার অপরাধে বরকে ২৫ হাজার টাকা জরিমানা এবং বিয়ের আয়োজন করার অপরাধে কনের চাচাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বাসন্ডা ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো.মনিরুজ্জামান মনির রাইজিংবিডিকে জানিয়েছেন, চৌপলা গ্রামের প্রবাসী হারুনুর অর রশিদের ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ের বিয়ের আয়োজন চলছিল। এমন খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস ওই বাড়িতে গিয়ে মোবাইল কোর্ট বসিয়ে বিয়ে বন্ধ করে দেন।

অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ের অপরাধে বর বাসন্ডা ইউনিয়নের দরকি গ্রামের মৃত. মো. আলাউদ্দিনের ছেলে মো. মাহাদি হাসানকে ২৫ হাজার টাকা জরিমানা এবং বিয়ে আয়োজনের অপরাধে পাত্রীর চাচার নাসির উদ্দিন হাওলাদার ২৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস বলেন, ‘বাল্য বিয়ের খবর শুনে আমরা গিয়ে বিয়ে বন্ধ করে দেই। একই সাথে দু’জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাল্য বিয়ে মুক্ত করার লক্ষে আমরা কাজ করছি।’

 

ঝালকাঠি/অলোক সাহা/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়