ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘নজরুল এভাবে মারা যেতে পারে না’

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫০, ১২ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘নজরুল এভাবে মারা যেতে পারে না’

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট রেলপথ থেকে নজরুল ইসলাম (১৫) নামের একটি কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সে নবীগঞ্জ উপজেলার ইসলামপুরের বাসিন্দা হারুন মিয়ার ছেলে।

মঙ্গলবার ভোরে শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম বড়চর রেলপথে স্থানীয়রা লাশ দেখে পুলিশকে খবর দেয়। 

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম খান একদল পুলিশ নিয়ে প্রথমে লাশটি অজ্ঞাত হিসেবে উদ্ধার করেছিলেন। পরে এ খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে এসে নজরুল ইসলামের লাশ শনাক্ত করেন তার মা জোসনা আক্তার।

তিনি বলেন, ‘পুত্র নজরুল ইসলাম হাফিজি পড়া ছেড়ে কয়েক মাস পূর্বে চলে যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। নজরুল সেখানে অটোরিকশা চালিয়ে আসছিল। মঙ্গলবার হঠাৎ অটোরিকশা গ্যারেজের ম্যানেজার  মামুন মোবাইলে আমাকে জানায় নজরুল মারা গেছে। লাশ শায়েস্তাগঞ্জে রয়েছে। তাই শায়েস্তাগঞ্জে এসে পুত্রের লাশ শনাক্ত করেছি। ’

তিনি আরও বলেন, ‘পুত্র নজরুল এভাবে মারা যেতে পারে না। তাকে কেউ হত্যা করে এখানে এনে ফেলে রেখেছে। রাষ্ট্রের কাছে আমি সুবিচার চাই।’

লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে এসআই শফিকুল ইসলাম খান বলেন, ‘ভোর রাতে জালালবাদ অথবা উদয়ন ট্রেনের নিচে কাটা পড়ে এ ব্যক্তি মারা যেতে পারে? কিন্তু লাশ উদ্ধারের সময় আমার সন্দেহ হয়। ঘটনাস্থলে এমন কাউকে পাইনি যে, নজরুল ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছে বলতে পারেন। তাই লাশ দ্রুত মর্গে প্রেরণ করেছি। ময়না তদন্তের রিপোর্ট সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ’

তিনি জানান, প্রথমে স্বজনরা নজরুলের লাশ বিনা ময়নাতদন্তে নিয়ে যেতে চেয়েছিল। পরে তাদেরও সন্দেহ হয়েছে, নজরুলকে কেউ হয়তো হত্যা করেছে।


মামুন চৌধুরী/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ