ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাজশাহীতে কলেজছাত্র হত্যায় মামলা, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৫, ১৪ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজশাহীতে কলেজছাত্র হত্যায় মামলা, গ্রেপ্তার ১

রাজশাহী শহরে বুধবার সন্ধ্যায় কলেজছাত্র আবদুল্লাহ আল ফাহিম (১৮) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

নগরীর শাহমখদুম থানায় বৃহস্পতিবার সকালে হত্যামামলা দায়ের করেন তার বাবা গোলাম হোসেন। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফাহিম খুনের ঘটনায় মামলা হয়েছে। মামলায় দুই যুবককে আসামি করা হয়েছে। এরা হলেন- নগরীর ভাটাপাড়া মহল্লার বশির আলমের ছেলে আজমীর হাসান (২২) ও একই এলাকার আবুল হোসেনের ছেলে রাকিব হাসান আবির (১৯)। এদের মধ্যে আবিরকে সকালে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো জানান, নিহত ফাহিমের মরদেহ ময়নাতদন্তের পর বৃহস্পতিবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আবিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার সন্ধ্যায় ফাহিমকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) প্রধান কার্যালয়ের পেছনে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এ সময় ফাহিমের বন্ধু যুবরাজও ছুরিকাঘাতে আহত হয়। তাদের দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন।

ফাহিম শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।


রাজশাহী/তানজিমুল হক/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়